সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে পরীমনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম
নায়িকা পরীমনি
expand
নায়িকা পরীমনি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি এখন শুধু পর্দার তারকা নন, মা হিসেবেও আলোচনায়। মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি অভিনয়ে ফেরার পরও সন্তানদের প্রতি যত্নশীল আচরণে তিনি ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন।

বুধবার (১ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি জানিয়েছেন, তিনি দুই সন্তান- ছেলে পুণ্য এবং দত্তক কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ভ্যাকসিন দিতে। এ অভিজ্ঞতাকে তিনি মজার ছলে তুলনা করেছেন এক ‘ছোটখাটো যুদ্ধের’ সঙ্গে।

পোস্টে তিনি লেখেন, আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা যেন এক ছোটখাটো যুদ্ধ। তবে আশ্চর্যের বিষয়, আমার টিয়া পাখি (ছোটজন) তেমন কান্নাকাটি করেনি। বড়জনকেই বরং সামলানো কঠিন হয়ে গেল।”

পোস্টের সঙ্গে একটি ভিডিওও শেয়ার করেছেন পরীমনি। সেখানে দেখা যায়, বোরকা পরে সন্তানদের সঙ্গে গাড়িতে চড়ে হাসপাতালের পথে যাচ্ছেন তিনি। ভেতরে-বাইরে সন্তানদের নিয়ে খুনসুটি, আদর আর যত্নের মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি হয়েছে। ভিডিওটি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উষ্ণ সাড়া ফেলেছে।

সম্প্রতি অসুস্থতা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন পরীমনি। নতুন ফটোশুটে তার উজ্জ্বল উপস্থিতি সেই প্রাণচাঞ্চল্যেরই প্রমাণ দিচ্ছে।

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের সমাপ্তির পর এখন দুই সন্তানকে কেন্দ্র করেই জীবন সাজাচ্ছেন তিনি। নিজের ভাষায়, পরীমনি এখন একাই হয়ে উঠেছেন এক “ওয়ান ওম্যান আর্মি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন