শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুনেরাহ যুক্ত হলেন ধারাবাহিক নাটকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল
expand
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল

‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবার প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল ‘শূন্য থেকে শুরু’ নাটকের মাধ্যমে, যেখানে তিনি তাহসানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। ইউটিউবে নিয়মিত নাটকে দেখা গেলেও এবার তিনি একটি পারিবারিক ধারাবাহিকে যুক্ত হয়েছেন।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ফ্যামিলি সিরিয়াল ‘এটা আমাদের গল্প’-এ সুনেরাহ অভিনয় করবেন ‘সায়রা’ চরিত্রে। গত রোববার ধারাবাহিকে তার লুক প্রকাশ করা হয়েছে। সিরিজটির ক্যাপশনে লেখা হয়েছে, “একটি পারিবারিক সিরিজ। পরিবারে শুরু, পরিবারেই শেষ।”

এছাড়া, সুনেরাহ নিয়মিত নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন। চলতি বছরে রোজার ঈদে তিনি ‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন, যা পরিচালনা করেছেন শিহাব শাহীণ। সেখানে তার সহঅভিনেতা ছিলেন আফরান নিশো।

সর্বশেষ, গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন