শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চরিত্রটা খুব ইন্টারেস্টিং: বুবলী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
শবনম বুবলী
expand
শবনম বুবলী

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন শবনম বুবলী। তিন বছর আগে চরকি প্রযোজিত ‘৭ নাম্বার ফ্লোর’–এ রাফীর নির্দেশনায় দেখা গিয়েছিল তাকে। সেই কাজটি গল্প ও অভিনয়—দুই দিক থেকেই প্রশংসা পেয়েছিল দর্শক-সমালোচকদের কাছে।

এবার রাফীর নতুন নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’-এ অভিনয় করছেন বুবলী। ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হলেও আজ থেকেই আনুষ্ঠানিকভাবে সেটে যুক্ত হচ্ছেন তিনি।

নতুন এই সিনেমা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বুবলী বলেন, গল্পটি তাকে শুরু থেকেই টেনেছে। তাঁর ভাষায়, “চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। এখানে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ আছে—এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।

জানা গেছে, ছবির কাহিনি মূলত কয়েকজন নারী চরিত্রকে ঘিরে এগোবে। ঢালিউডে ইদ মৌসুম ছাড়া সিনেমার ব্যবসা তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং হলেও, শুধু নারীদের গল্প নিয়ে নির্মিত ছবির ক্ষেত্রে সেই ঝুঁকি আরও বেশি বলে মনে করা হয়। তবে এই সিনেমার ক্ষেত্রে ভরসা জোগাচ্ছেন রায়হান রাফী নিজেই। তাণ্ডব, সুড়ঙ্গ, তুফান, পোড়ামন ২–এর মতো সফল কাজ দিয়ে তিনি নিজেকে সময়ের অন্যতম নির্ভরযোগ্য নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া তার ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত এই কাজটি প্রশংসা পায় কাহিনি ও নির্মাণশৈলীর জন্য। অন্যদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম দীর্ঘ বিরতির পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে। আসন্ন ঈদুল ফিতরেই ‘প্রেশার কুকার’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই ছবিতে বুবলীর সঙ্গে আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনজন নারীর ভিন্ন ভিন্ন জীবনপথ, সংঘাত এবং বাস্তবতার চাপে গড়ে উঠবে সিনেমার নাটকীয় কাঠামো। উল্লেখ্য, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার ট্রেইলারে অল্প সময়ের উপস্থিতিতেই নাজিফা তুষি দর্শকদের দৃষ্টি কেড়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X