

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢালিউডে শাকিব খান মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। নতুন সিনেমা, চরিত্রের লুক কিংবা একটি মাত্র ছবি—সবকিছুই মুহূর্তে ভক্তদের দৃষ্টি কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার কোনো সংলাপ নয়, বরং নীরবতার মধ্য দিয়েই নিজের অবস্থান জানান দিলেন এই জনপ্রিয় অভিনেতা।
বুধবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি নতুন ছবিতেই ফের আলোচনায় উঠে আসেন শাকিব খান। ছবিতে তাকে দেখা যায় রাজকীয় ঘরানার ধবধবে সাদা শেরওয়ানি ধাঁচের কোট ও মানানসই প্যান্টে। পোশাকের কলার ও হাতার সোনালি কাজ লুকটিকে আরও আভিজাত্য দিয়েছে। চোখে সানগ্লাস, পরিপাটি চুল আর গোঁফ-দাড়ির ছাঁটে পুরো উপস্থিতিটাই যেন আত্মবিশ্বাসী ও দৃঢ় এক ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে শাকিব খান লেখেন, যন্ত্রণার চিৎকারের চেয়ে গভীর নীরবতাই বেশি শক্তিশালী। সংক্ষিপ্ত এই বক্তব্যেই তার অভিজ্ঞতা, আত্মসংযম ও সময়কে বোঝার পরিণত মনোভাব ফুটে উঠেছে বলে মনে করছেন ভক্তরা।
পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘর ভরে ওঠে অনুরাগীদের প্রশংসায়। কেউ তাকে বরাবরের মতো ‘রাজার আসনে’ দেখছেন, আবার কেউ রাজকীয় এই লুককে ভবিষ্যৎ কোনো বড় চমকের ইঙ্গিত বলেও মন্তব্য করেছেন।
মন্তব্য করুন

