সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁটুর বয়সী শুভর সাথে লায়লার  বিয়ে!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
লায়লা-শুভ
expand
লায়লা-শুভ

দীর্ঘদিন ধরে টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার এবং প্রিন্স মামুনের সম্পর্ক ও বিরোধ সামাজিক মাধ্যমে আলোচনায় ছিল।

প্রেমের সম্পর্ক থেকে শুরু করে মামলার জটিলতা পর্যন্ত—দুজনকে ঘিরে নানান বিতর্ক ছড়িয়েছে। বর্তমানে তাদের মধ্যে একাধিক মামলা আদালতে বিচারাধীন।

প্রিন্স মামুনের সঙ্গে মামলা-পাল্টা মামলার মাঝেই সম্প্রতি লায়লাকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। আলোচিত এই টিকটকারকে আরেক কনটেন্ট ক্রিয়েটর মেহেদী শুভর সঙ্গে বিয়ের সাজে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে লায়লাকে বধূবেশে আর শুভকে বরবেশে দেখা যায়। তারা একে অন্যকে খাওয়াচ্ছেন এবং মজা করে বলছেন, “যা হওয়ার হয়ে গেছে।” এ দৃশ্যগুলো প্রকাশ পেতেই নেটিজেনদের মধ্যে লায়লার বিয়ে নিয়ে জোর আলোচনা শুরু হয়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি আসল বিয়ে নয়, বরং একটি ব্রাইডাল ফটোশুট। মেহেদী শুভ, যিনি ‘মেহেদী শুভ ভাইয়া’ নামে পরিচিত, এর আগেও লায়লার সঙ্গে নানা ভিডিও কনটেন্ট ও ফটোশুটে অংশ নিয়েছেন। এবারও সেটিই হয়েছে।

যদিও আনুষ্ঠানিক বিয়ের ঘটনা ঘটেনি, তবুও তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানারকম জল্পনা চলছে। ভক্তরা অপেক্ষায় আছেন—গুঞ্জনের বাইরে কবে সত্যিকার অর্থে তারা সংসার জীবন শুরু করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X