শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অন্য রূপে প্রিয়াংকা, বললেন কেবল শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
হলুদ শাড়িতে বন্দুক তাক করা প্রিয়াংকা
expand
হলুদ শাড়িতে বন্দুক তাক করা প্রিয়াংকা

হলিউডে ব্যস্ত সময় কাটানোর পর আবারও ভারতীয় সিনেমাতে ফিরছেন আন্তর্জাতিক তারকা প্রিয়াংকা চোপড়া। ‘দ্য হোয়াইট টাইগার’ (২০২১)-এর পর দীর্ঘ বিরতি কাটিয়ে এবার তিনি যুক্ত হয়েছেন দক্ষিণের বিখ্যাত পরিচালক এসএস রাজামৌলির নতুন ছবি ‘গ্লোবট্রটার’-এর সঙ্গে।

১২ নভেম্বর ছবির তার চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম পোস্টার প্রকাশের পরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নেটিজেন থেকে সহকর্মী সবাই মুগ্ধ হয়েছেন প্রিয়াংকার নতুন লুক দেখে। ভক্তদের মতে, এবার একেবারে ভিন্ন ছন্দে দেখা মিলছে অভিনেত্রীর।

হলুদ শাড়িতে বন্দুক তাক করা প্রিয়াংকার এই দৃশ্য নজর কাড়ে সবার আগে। পোস্টারটি শেয়ার করে তিনি লেখেন—যা দেখা যাচ্ছে, তা কেবল শুরু। মন্দাকিনীকে স্বাগত জানাও।

পোস্টার প্রকাশের পরই সহশিল্পীদের প্রশংসা ভেসে আসে। প্রিয়াংকার স্বামী নিক জোনাস লিখেছেন, “দারুণ!” আর রণবীর সিং মন্তব্য করেছেন, খুবই কুল।

এরপর প্রিয়াংকা এক্সে সংক্ষিপ্ত একটি ‘#AskPCJ’ সেশন পরিচালনা করেন, যেখানে তিনি ‘গ্লোবট্রটার’ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। একই সঙ্গে তেলেগু ভাষা শেখার চ্যালেঞ্জ ও মজার দিক নিয়েও কথা বলেন।

পরিচালক এসএস রাজামৌলি নিজেও প্রিয়াংকার প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারতীয় সিনেমাকে নতুনভাবে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার নায়িকাকে আবারও ফিরে পাওয়াটা বিশেষ সম্মানের স্বাগতম দেশি গার্ল, বিশ্বের দর্শক তোমার মন্দাকিনীর নতুন রূপ দেখার জন্য অধীর অপেক্ষায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন