শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘নায়িকা হওয়ার সুযোগের বিনিময়ে রাত কাটানোর প্রস্তাব দিত’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম
স্বরলিপি চট্টোপাধ্যায়
expand
স্বরলিপি চট্টোপাধ্যায়

টলিপাড়ার ছোটপর্দার পরিচিত মুখ স্বরলিপি চট্টোপাধ্যায় একসময় গেম শো সঞ্চালনার মধ্য দিয়ে দর্শকদের নজরে আসেন। এরপর ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থানও পোক্ত করেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিজীবনের টানাপোড়েন ও নানা ঘটনার পর ধীরে ধীরে অভিনয়জগত থেকে সরে যান এই অভিনেত্রী। এখন মেয়েকে নিয়ে তার ছোট পরিবার। প্রেমিক-স্বামী সৌম্য এখন অতীত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন স্বরলিপি। সেখানেই উঠে আসে এক পরিচালককে ঘিরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক ঘটনা। তার ভাষায়, টালিউডের একজন প্রতিষ্ঠিত পরিচালক তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই সুযোগ পাওয়ার শর্ত ছিল বেশ অস্বস্তিকর।

তিনি জানান, অনেক নবীন শিল্পীর মতো তাকেও কড়া বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। কেউ মুখ খুলেছেন, আবার অনেকেই নীরব থেকেছেন এমন কাস্টিং কাউচের অভিজ্ঞতা নতুন নয় শিল্পী সমাজে। স্বরলিপির ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালের দিকে, যখন তিনি জনপ্রিয় গেম শো ‘হাঁউ মাঁউ খাঁও’ এর সঞ্চালক হিসেবে আলোচনায় ছিলেন। সে সময়কার প্রশংসা আর জনপ্রিয়তার মধ্যেই এক পরিচিত পরিচালকের কাছ থেকে নায়িকা হওয়ার প্রস্তাব আসে। জানানো হয় যে ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।

অভিনেত্রী বলেন, প্রথমে তাকে পাঁচটি শর্ত দেওয়া হয়। প্রথম চারটি শুনেই তিনি আন্দাজ করতে পেরেছিলেন, পঞ্চমটি কী হতে পারে। শর্তগুলোর মধ্যে ছিল চাহিদামতো ডেটে সময় দেওয়া, আউটডোর শুটিংয়ে অংশ নেওয়া, নাচ জানা এবং শুটিংয়ে অভিভাবক আনতে না পারা। এরপরই পরিচালক স্পষ্ট করে জানান, প্রযোজকদের সন্তুষ্ট করতে হলে তাদের সঙ্গে রাত কাটাতে হবে।

স্বরলিপির কথায়, তিনি তখন ব্যবহৃত ভাষা বা অনুরোধে ভীত না হয়ে বরং দৃঢ়ভাবে নিজের অবস্থান জানান। স্বরলিপি বলেন, অনেককে হয়তো সহজেই পাওয়া যায়, সে জন্য সবাইকে একইভাবে দেখা হয়তো স্বাভাবিক। কিন্তু আমাকে সে তালিকায় ভাবলে ভুল হবে। আর এ ধরনের প্রস্তাব নিয়ে আমাকে আর ফোন না করাই ভালো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন