বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যেভাবে প্রায় শত কোটি টাকার মালিক হলেন আরিয়ান খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান
expand
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান

বলিউডের কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সম্প্রতি ২৮ বছরে পা দিয়েছেন। পরিচালক হিসেবে তার বলিউডে আত্মপ্রকাশ নিয়েই এখন চলছে নানা আলোচনা। প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়েই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি।

যদিও এখনও পর্দার সামনে আসেননি, তবে পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য নিয়েও বেশ সক্রিয় আরিয়ান। বলিউডে নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি তরুণ উদ্যোক্তা হিসেবেও তিনি নজর কাড়ছেন।

১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম নেওয়া আরিয়ান মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। শোনা যাচ্ছে, ওটিটিতে সাফল্যের পর এবার বড় পর্দায় সিনেমা পরিচালনায় নামতে যাচ্ছেন শাহরুখপুত্র।

ব্যবসার দিক থেকেও আরিয়ান সমান সফল। ২০২৩ সালে বাবার সঙ্গে মিলে তিনি চালু করেন নিজস্ব পোশাক ব্র্যান্ড, যেখানে জ্যাকেটের দাম প্রায় দুই লাখ টাকা, টি-শার্ট ২৪ হাজার এবং হুডি ৪৫ হাজার টাকায় বিক্রি হয়। সম্প্রতি সেই ব্র্যান্ডের অধীনে প্রিমিয়াম মানের মদও বাজারে এনেছেন তিনি, যার প্রচার দেখা গেছে তার পরিচালিত সিরিজে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেও আরিয়ানের জনপ্রিয়তা কম নয় অনুসারীর সংখ্যা ৩০ লাখেরও বেশি, যা থেকেও তিনি উপার্জন করেন।

২৮ বছর বয়সেই আরিয়ান নিজের সংগ্রহে রেখেছেন বিলাসবহুল গাড়ি—অডি, মার্সিডিজ ও বিএমডব্লিউ। পাশাপাশি দিল্লির অভিজাত এলাকায় রয়েছে তার ৩৭ কোটি টাকার একটি বাড়ি। সব মিলিয়ে শাহরুখপুত্রের বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন