রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কনসার্টে ফাঁস ‘গোপন খবর’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অভিনেত্রী মালাইকা আরোরা
expand
অভিনেত্রী মালাইকা আরোরা

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা যেন আবারও প্রেমের আলোচনায়। আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যজীবন ভাঙার পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কেও ইতি টেনেছেন তিনি। দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর এবার নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন এই বলিউড ডিভা।

বলিপাড়ায় কানাঘুষো, মালাইকার জীবনে এসেছেন এক তরুণ ব্যবসায়ী। সূত্র বলছে, তার নাম হর্ষ মেহতা, পেশায় একজন হীরা ব্যবসায়ী। দুজনের বয়সের পার্থক্য প্রায় ১৯ বছর।

সম্প্রতি স্পেন সফর, তারপর থেকে একাধিক সূত্র জানাচ্ছে, মালাইকা ও হর্ষ একে-অপরের ঘনিষ্ঠ হয়েছেন গত কয়েক মাসে। অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই তাদের বন্ধুত্ব গাঢ় হতে শুরু করে বলে শোনা যাচ্ছে।

গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে আসে এনরিক ইগলেসিয়াসের মুম্বাই কনসার্ট, যেখানে গত বুধবার সন্ধ্যায় একসঙ্গে দেখা যায় তাদের। দুজনেই সাদা পোশাকে হাজির হন এবং বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে কনসার্ট উপভোগ করতে দেখা যায়। সেই ছবিগুলো ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় জোর আলোচনা।

এর আগে ২০২৪ সালের জুলাই মাসে স্পেন সফরের সময় মালাইকার ইনস্টাগ্রাম পোস্টের ব্যাকগ্রাউন্ডে এক অচেনা পুরুষের ছায়া দেখা গিয়েছিল, যা নিয়েও তখন নেটিজেনদের মধ্যে নানা জল্পনা ছড়ায়।

যদিও মালাইকা এখনো পর্যন্ত নতুন সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে বলিউড মহল বলছে, এনরিকের কনসার্টেই নাকি ধরা পড়ে গেছে তার নতুন প্রেমের ইঙ্গিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন