শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহকে নিয়ে দুই বছর আগে যা বলেছিলেন সামিরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এএম
সালমান শাহ-সামিরা। ছবি সংগৃহীত
expand
সালমান শাহ-সামিরা। ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ—যার অকালমৃত্যু এখনো রহস্যে ঘেরা। মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তাঁর মৃত্যু আত্মহত্যা না হত্যা, তা নিয়ে বিতর্ক থামেনি।

এই বিতর্কের মধ্যেই দুই বছর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক জানিয়েছিলেন, সালমান মানসিকভাবে আত্মহত্যাপ্রবণ ছিলেন।

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর, সালমান শাহর জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে সামিরা দৃঢ়ভাবে বলেছিলেন—“সালমান আত্মহত্যা করেছে।”

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, সালমান কেন আত্মহত্যা করবেন? উত্তরে সামিরা বলেন, “ও মানসিকভাবে আত্মহত্যাপ্রবণ ছিল। তিনবার চেষ্টা করেছিল আত্মহত্যার, বিয়ের আগেই সব ঘটনা। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে দুবারের তথ্য পাওয়া যাবে, তৃতীয়বারের রেকর্ড আছে অন্য এক হাসপাতালে। প্রথমবার করেছিল মায়ের সঙ্গে ঝগড়া করে, দ্বিতীয়বার আমাকে বিয়ে করার জন্য রাজি করাতে, আর তৃতীয়বার অন্য এক ঘটনার কারণে।”

সালমান কেন এমন মানসিক অবস্থায় ছিলেন—এই প্রশ্নের জবাবে সামিরা আরও বলেন, “ইমন (সালমান শাহ) আসলে সিনেমায় ক্যারিয়ার গড়তে চাননি। ও পড়াশোনা করতে চেয়েছিল। কিন্তু একসময় রাজনীতি ও পারিবারিক ঘটনার জটিলতায় মানসিকভাবে ভেঙে পড়ে।

এরশাদ আর নীলা চৌধুরীকে নিয়ে এক ঘটনায় তাঁর মা জেলে যান। তখন ইমন একবারও মাকে দেখতে যায়নি। ইমন মাকে ‘মা’ না বলে ‘মহিলা’ বলে ডাকত। শুটিং সেটে নীলা চৌধুরী এলেই বলত—‘মহিলা আসছে’। ডলি জহুর আন্টি একবার বকাও দিয়েছিলেন, কিন্তু ইমন হেসে উড়িয়ে দিয়েছিল।”

অন্যদিকে, সালমান শাহর মা নীলা চৌধুরী এখনো দাবি করে আসছেন—তার ছেলে আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছে।

তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তৎকালীন প্রধান বনজ কুমার মজুমদার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, সালমান শাহর মৃত্যু হত্যা নয়, আত্মহত্যা। পিবিআই তখন সালমানের আত্মহত্যার পেছনে পাঁচটি সম্ভাব্য কারণও তুলে ধরে।

উল্লেখ্য, মাত্র ২১ বছর বয়সে, ১৯৯২ সালে, সালমান শাহ বিয়ে করেন তাঁর খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে। সামিরা ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার কন্যা এবং বিউটি পার্লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ধারাবাহিকভাবে থানা পুলিশ, সিআইডি, র‍্যাব ও পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। প্রতিটি প্রতিবেদনে আত্মহত্যার কথা বলা হলেও, সালমানের পরিবার সেই সিদ্ধান্ত মানতে রাজি হয়নি এবং প্রতিবারই নতুন তদন্তের দাবি জানায়।

সালমান শাহর মৃত্যু আজও বাংলাদেশের বিনোদন জগতে এক গভীর রহস্য হয়ে রয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন