বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ-সালমানই আমার গডফাদার: রাখি সাওয়ান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
শাহরুখ-সালমান -রাখি সাওয়ান্ত
expand
শাহরুখ-সালমান -রাখি সাওয়ান্ত

বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত যেন সবসময়ই আলোচনায় থাকেন- কখনো মন্তব্যে, কখনো আচরণে। তাকে ঘিরে বিতর্ক যেন তার ছায়াসঙ্গী।

বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নিজের নতুন মিউজিক ভিডিও ‘জারুরত’ নিয়ে। তবে অনেকেই বলছেন, রাখি খবরের শিরোনামে থাকতে জানেন, আর তাই তিনি মাঝে-মধ্যেই এমন কিছু করেন বা বলেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি গানের প্রচারণায় অংশ নিতে একটি পডকাস্ট শোতে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে নিজেকে বলিউড ইন্ডাস্ট্রির “কন্যা” বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে বলেন, আমার কোনো আপনজন নেই। ফারহা খান আমার ‘সুগার মামি’। আর শাহরুখ খান ও সালমান খান আমার গডফাদার।

রাখির ভাষায়, সালমান খান তার জীবনে বড় সহায় ছিলেন। তিনি জানান, আমার মা ক্যানসারে ভুগছিলেন। তখন সালমান ভাই চিকিৎসার খরচ বহন করেছিলেন। কাজ না থাকায় তিনি আমাকে বিগ বস অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ করে দেন।

এছাড়া ফারহা খানকেও ধন্যবাদ জানিয়েছেন রাখি। তিনি বলেন, দীপাবলিতে ফারহা ম্যাম আমাকে ঘরের সব জিনিস-ওয়াশিং মেশিন থেকে আসবাব পর্যন্ত দিয়েছেন। আমার পুরোনো বাড়ি ভেঙে পড়ছিল, ছাদ চুইয়ে পানি পড়ত। ফারহা ম্যাম দায়িত্ব নিয়ে পুরো ঘরটা নতুন করে তৈরি করে দিয়েছেন। আমি তার কাছে চিরকৃতজ্ঞ।

শেষে আবেগভরা কণ্ঠে রাখি বলেন, ফারহা ম্যাম, শাহরুখ ও সালমান ছাড়া আমার জীবনে কেউ নেই। ওরাই আমার পরিবার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন