বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিয়ারা নন, ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে অনীত পাড্ডা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় হরর-কমেডি ইউনিভার্সে নতুন সংযোজন আসছে। ‘স্ত্রী’, ‘ভেদিয়া’, ‘মুঞ্জিয়া’ এবং ‘স্ত্রী ২’-এর পর এবার আলোচনায় ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি ‘থামা’, যা প্রেক্ষাগৃহে মুক্তির পরই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এই সফলতার রেশ কাটতে না কাটতেই প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাডক ফিল্মস’ ঘোষণা দিয়েছে তাদের পরবর্তী হরর-কমেডি সিনেমা ‘শক্তিশালিনী’র। ছবিটিতে অভিনয় করবেন ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত পাড্ডা, যা ইতিমধ্যে বলিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

অনীতের এই নতুন যাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, যিনি ‘থামা’-তে মুখ্য ভূমিকায় ছিলেন।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেন,পাঞ্জাবের মেয়ে এসে গেছে! ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এ তোমাকে স্বাগত জানাই। তোমার মতো একজন প্রতিভাবান পাঞ্জাবিকন্যা আমাদের গর্বিত করছে। স্বপ্ন একে একে পূরণ হোক তোমার। কিছুই অসম্ভব নয়।

এর আগে শোনা গিয়েছিল, ‘শক্তিশালিনী’-তে কিয়ারা আদভানি অভিনয় করবেন। তবে মাতৃত্বের পর আপাতত কাজ থেকে বিরতি নেওয়ায়, অনীত পাড্ডা-ই এখন ছবির প্রধান চরিত্রে থাকছেন বলে জানা গেছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।

উল্লেখ্য, অনীত পাড্ডা ২০২২ সালে ‘সালাম ভেঙ্কি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। তবে দর্শকের মনে জায়গা করে নেন রোমান্টিক-মিউজিক্যাল ছবি ‘সাইয়ারা’-এর মাধ্যমে। আহান পাণ্ডের বিপরীতে তার অভিনয় ও অনস্ক্রিন রসায়ন প্রশংসিত হয়, আর ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি রুপি আয় করে বক্স অফিসে দারুণ সাফল্য পায়।

চলতি বছর শেষের দিকে প্রকাশিত হতে যাওয়া ‘শক্তিশালিনী’কে কেন্দ্র করে এখন থেকেই বলিউডে জোর গুঞ্জন-ম্যাডক ইউনিভার্সে নতুন এক শক্তিশালী নায়িকার আগমন ঘটতে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন