বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় সিরিয়ালে ধনকুবের বিল গেটস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
expand
ভারতীয় সিরিয়ালে ধনকুবের বিল গেটস

দীর্ঘ ১৭ বছর পর টেলিভিশনে ফিরেই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন স্মৃতি ইরানি। জনপ্রিয় প্রযোজক একতা কাপুরের ধারাবাহিক ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’–র নতুন পর্বে দেখা যাবে এক অবিশ্বাস্য অতিথিকে— মার্কিন ব্যবসায়ী ও সমাজসেবক বিল গেটসকে।

ইতোমধ্যে প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, ভিরানি পরিবারের দরজায় কড়া নাড়ছেন বিল গেটস!—এই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, গুঞ্জন উঠেছে যে ভবিষ্যতের কোনো পর্বে অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথও উপস্থিত থাকতে পারেন।

ভারতের শীর্ষ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, এই বিশেষ উপস্থিতির পেছনে রয়েছে একটি সামাজিক বার্তা ও সচেতনতা অভিযান। বিল গেটসের নিজস্ব প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ বিশ্বজুড়ে নারী ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা এবং মাতৃস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। সেই প্রচারের অংশ হিসেবেই গেটসের অংশগ্রহণ।

এই উদ্যোগের পেছনে মূল ভূমিকা নিয়েছেন স্মৃতি ইরানি নিজেই। তিনি একাধিকবার ভিডিও কলে বিল গেটসের সঙ্গে যোগাযোগ করে তাকে রাজি করিয়েছেন, জানিয়েছেন সিরিজের প্রযোজনা সংস্থার এক কর্মকর্তা।

ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে, তুলসী ও তার মেয়ে পরিধি ভিরানির মধ্যকার পারিবারিক জটিলতার এক গুরুত্বপূর্ণ দৃশ্যে বিল গেটস নিজেই শান্তির বার্তা দেবেন। দৃশ্যটি তুলে ধরবে— কিভাবে সচেতনতা, শিক্ষার প্রসার ও পারিবারিক সমঝোতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতি ইরানি বলেন, ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। নারী ও শিশুস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় বহুদিন ধরেই বিনোদন জগতের আলোচনার বাইরে ছিল। এই প্রজেক্টের মাধ্যমে আমরা সেই আলোচনাকে মূলধারায় আনতে চেয়েছি।

তিনি আরও জানান, এই সহযোগিতার লক্ষ্য শুধু বিনোদন নয়, বরং দর্শকদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবার বার্তা ছড়িয়ে দেওয়া।

ধারাবাহিকটির এই বিশেষ পর্ব শিগগিরই সম্প্রচারিত হবে বলে জানা গেছে। ভারতীয় টেলিভিশন মহল বলছে, এই সহযোগিতা বিনোদন ও মানবকল্যাণ—দুই ক্ষেত্রেরই যুগান্তকারী সংযোগের দৃষ্টান্ত হয়ে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন