বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
রণবীর সিং-দীপিকা পাড়ুকোন
expand
রণবীর সিং-দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অবশেষে তাদের কন্যা দুয়ার মুখ প্রকাশ করেছেন। দীপাবলির দিনে তোলা পারিবারিক ছবিতে দেখা গেছে, তিনজনই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত।

ছবিগুলোতে মা ও মেয়ে দুজনেই লাল চুড়িদার পরেছেন, সঙ্গে মানানসই সোনার গয়না। ছোট্ট দুয়া ও দীপিকার রঙের মিল বিশেষভাবে চোখে পড়েছে।

রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশ্রণে শেরওয়ানি। এক ফ্রেমে তিনজনের উষ্ণ মুহূর্ত ধরা পড়েছে; কখনও দুয়া হাসছে, কখনও বাবা-মায়ের কোলে খেলছে। ছবিগুলোর সঙ্গে দম্পতি লিখেছেন, দীপাবলির শুভেচ্ছা।

অনেক দিন ধরে অনুরাগীরা অপেক্ষা করছিলেন দীপিকা-রণবীরের কন্যাকে দেখার জন্য।

কেউ বলছেন দুয়া একেবারে দীপিকার মতো, আবার কারো মতে রণবীরের ছাপ স্পষ্ট কন্যার মুখে। পাঁচটি ছবির শেষটিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন।

গত বছর গণেশ চতুর্থীর পরদিনই কন্যা সন্তানের জন্মের খবর জানানো হয়েছিল। সেই বছরের দীপাবলিতেই মেয়ের পায়ের ছবি দিয়ে নাম প্রকাশ করেছিলেন দীপিকা।

চলতি বছরও সেই ধারাবাহিকতা রক্ষা করে, দীপাবলির দিনেই মেয়ের মুখ দুনিয়াকে দেখালেন তারকা দম্পতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন