বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ চিত্রাঙ্গদা সিং হাসপাতালে ভর্তি

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:১২ পিএম
চিত্রাঙ্গদা সিং
expand
চিত্রাঙ্গদা সিং

বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, হাতে স্যালাইনের নল, মুখে ক্লান্তির ছাপ-হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

যদিও তিনি অসুস্থতার প্রকৃত কারণ প্রকাশ করেননি, তবে ইনস্টাগ্রামে ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন, খরগোশের মতো আবার দৌড়াতে ফিরব শিগগিরই!

চিত্রাঙ্গদার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত জনপ্রিয় বলিউড কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’-এর সর্বশেষ পর্ব, যেখানে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত ও জ্যাকি শ্রফসহ একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

চিত্রাঙ্গদা শিগগিরই সালমান খানের সঙ্গে ‘ব্যাটেল অব গালওয়ান’ নামের একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। অসুস্থতা কাটিয়ে দ্রুত সেটে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া ডটকম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন