বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার দেব-রুক্মিণী বিচ্ছেদ নিয়ে গুঞ্জন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
দেব-রুক্মিণী
expand
দেব-রুক্মিণী

টলিউডের সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিণীর দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক টলিপাড়ার কাছে এক ধরনের ‘ওপেন সিক্রেট’। তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনা নতুনভাবে জল্পনা তৈরি করেছে।

স্থানীয় সূত্রের দাবি, গত কিছুদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে। এমনকি রুক্মিণী একবার ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিলেন। তবে পরবর্তীতে দেবের জন্মদিনে তাদের একসাথে দেখা গেছে।

সম্প্রতি দেবের বিশেষ কিছু ইভেন্টে রুক্মিণীর অনুপস্থিতি নজরে এসেছে। দেবের ২০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারের বিশেষ সেলিব্রেশন অনুষ্ঠানে এবং প্রযোজিত ও অভিনীত ছবি ‘রঘু ডাকাত’-এর স্ক্রিনিংয়ে তাকে দেখা যায়নি। এ কারণে নেটিজেনদের মধ্যে বিচ্ছেদ রটনা ছড়িয়ে পড়েছে।

রুক্মিণী সম্প্রতি মুম্বাই থেকে কালীপূজার জন্য কলকাতায় ফিরেছেন। সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি জানান, ‘আমি কাজের জন্য বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে কিছু সময় কাটাচ্ছি, কালকেই দিল্লি ফিরতে হবে।’ দেবের পাশে না থাকার প্রসঙ্গ তুলে তিনি রহস্যময়ভাবে হেসে বলেন, ‘একটাই কথা, আমাকে খুঁজতে থাকো।’

এদিকে, দেবও আগে এক সাক্ষাৎকারে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের ব্যাপারে মুখ খুলেছেন। ‘যারা বিচ্ছেদ নিয়ে কথা বলছে, তারা তো আমার সঙ্গে রাত কাটায় না, তাহলে কী করে জানবে আমার এবং রুক্মিণীর মধ্যে কী চলছে। আমি ১২ বছর ধরে একটি সম্পর্কের মধ্যে আছি। কখনো এ নিয়ে কোনো মন্তব্য করিনি। আজ কেন আমি জবাব দিই—এই প্রশ্নই অপ্রয়োজনীয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন