বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তামান্নাকে ঘিরে রাখি সাওয়ান্তের ক্ষোভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পিএম
তামান্নাকে ঘিরে রাখি সাওয়ান্তের ক্ষোভ
expand
তামান্নাকে ঘিরে রাখি সাওয়ান্তের ক্ষোভ

বলিউডে ‘আইটেম গান’ নিয়ে বিতর্ক যেন নতুন কিছু নয়। তবে এবার নতুন করে আলোচনায় এসেছে এই বিষয়টি- কারণ, এবার সিনেমা নয়, বরং ওয়েব সিরিজ নিয়েই ঝড় উঠেছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি আইটেম গানে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচে মুগ্ধ দর্শক। কিন্তু বিষয়টি ভালোভাবে নিতে পারেননি বলিউডের বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত।

রাখির দাবি, বর্তমান প্রজন্মের আইটেম গানগুলোতে আগের সেই জাদু বা মাদকতা আর নেই। তার ভাষায়, আমাদের সময়ের নাচে ছিল প্রাণ, ছিল গ্ল্যামার ও আকর্ষণ। এখনকার নাচ শুধু সাজসজ্জা আর আলোয় ঢাকা।

তামান্না ছাড়াও নোরা ফাতেহি, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও রাশমিকা মন্দানা-সবাই সম্প্রতি আইটেম গানে পারফর্ম করেছেন। বিশেষ করে ‘আজ কি রাত’ গানে তামান্নার নাচ বেশ আলোচনায় এসেছে। কেউ কেউ বলছেন, তিনি এই গানে প্রচলিত সৌন্দর্যের ধারা ভেঙেছেন।

তবে রাখি সাওয়ান্ত সরাসরি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, আমাদের দেখে দেখে ওরা আজ নাচছে। আগে এরা নায়িকা হতে চাইত, এখন আইটেম গানে নেমেছে। আমাদের জায়গা দখল করছে! আসল আইটেম গার্ল আমি-এবার আমি নায়িকা হব!

রাখির এই মন্তব্য প্রকাশের পর থেকেই তামান্না বনাম রাখি বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ার গরম খবর। কেউ রাখির পক্ষে, কেউ আবার বলছেন-তার সময় শেষ, এখন নতুন প্রজন্মের রাজত্ব।

সূত্র: আনন্দবাজার অনলাইন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন