বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রার বিয়ে, পাত্র কে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম
‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জায়রা
expand
‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জায়রা

বলিউড থেকে দূরে সরে গিয়েছেন অনেক দিন আগেই। অভিনয় ছাড়ার পর থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘দঙ্গল’ সিনেমার তারকা জায়রা ওয়াসিম। বোরখা ও হিজাব পরার কারণে একাধিকবার সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। তবে এবার অন্য কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন এই অভিনেত্রী-বিয়ে করেছেন জায়রা।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের কিছু ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, লাল রঙের ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে কনে জায়রা, পাশে বর, যার পরনে ঘিয়ে রঙের কাশ্মিরি শাল। আরেকটি ছবিতে দেখা যায়, মেহেদি পরা হাতে নিকাহনামায় সই করছেন জায়রা, ক্যাপশনে শুধু তিনটি শব্দ-কবুল হ্যায়।

এই পোস্ট প্রকাশের পর থেকেই অভিনন্দনের ঢল নেমেছে সামাজিক মাধ্যমে। তবে এখনো পর্যন্ত জায়রা তাঁর জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি, যা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে।

২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কিশোরী কুস্তিগীরের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার অর্জন করেন জায়রা ওয়াসিম। পরে ‘সিক্রেট সুপারস্টার’ ছবির মাধ্যমে আরও জনপ্রিয়তা পান। কিন্তু ২০১৯ সালে ধর্মীয় ও ব্যক্তিগত বিশ্বাসের কারণে বলিউড ছাড়ার ঘোষণা দেন তিনি।

পাঁচ বছর পর ফের আলোচনায় ফিরলেন জায়রা-এবার সিনেমা নয়, জীবনের নতুন অধ্যায় শুরু করার খবরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন