

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের উৎসবের মৌসুমে দীপাবলি মানেই তারকাদের বাড়িতে আলো, রঙ আর আনন্দের উৎসব।
কিন্তু এ বছর সেই চিত্রে দেখা দেবে ব্যতিক্রম—কারণ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ এবার কোনো দীপাবলি আয়োজন থাকছে না।
ভারতীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। তিনি জানান, এ বছর অভিনেতা শাহরুখ খান ব্যক্তিগতভাবে কোনো উৎসব আয়োজনের পরিকল্পনা করেননি।
কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই মান্নাতের দীপাবলি উৎসব কার্যত বন্ধ।
আগে প্রতি বছর শাহরুখ ও গৌরী খান যৌথভাবে আয়োজন করতেন বলিউডের অন্যতম জাঁকজমকপূর্ণ পার্টি—যেখানে তারকাদের ভিড়ে মুখর থাকত সমুদ্রতটের সেই এলাকা।
শেষবার মান্নাতে বড় আয়োজনে দীপাবলি পালিত হয়েছিল ২০২৪ সালে, যা একসঙ্গে শাহরুখের জন্মদিনের উদ্যাপন হিসেবেও ছিল। তখন প্রায় আড়াই শতাধিক অতিথি, তারকা ও নির্মাতা উপস্থিত ছিলেন।
তার আগে ২০১৮ সালের পার্টিটিও ছিল বেশ আলোচিত—যেখানে ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, শিল্পা শেঠি, অনন্যা পাণ্ডে প্রমুখ অংশ নেন।
এ বছর অবশ্য শাহরুখ খান ব্যস্ত রয়েছেন নতুন ছবির কাজে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হচ্ছে তাঁর পরবর্তী চলচ্চিত্র ‘কিং’, যেখানে প্রথমবার পর্দা ভাগ করবেন মেয়ে সুহানা খান। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
