বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডের বরেণ্য অভিনেত্রী মধুমতী আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:১৯ পিএম
অভিনেত্রী মধুমতী
expand
অভিনেত্রী মধুমতী

বলিউডের বরেণ্য অভিনেত্রী ও খ্যাতিমান নৃত্যশিল্পী মধুমতী আর নেই। বুধবার (১৫ অক্টোবর) ঘুমের মধ্যেই তিনি ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা ও হিন্দুস্তান টাইমস।

পরিবার সূত্রে জানা গেছে, মধুমতীর শেষকৃত্য বুধবার বিকেলে বুওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হয়েছে। তার প্রয়াণে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, ও সংগীতশিল্পী জসবিন্দ্র নরুলা সহ অনেক তারকাই শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন।

অভিনয়জগতে যেমন তার অবস্থান ছিল দৃঢ়, তেমনি নৃত্যশিক্ষক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। তার অগণিত ছাত্রছাত্রী আজও তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। তিনি তার কর্মজীবনে দিলীপ কুমার, ধর্মেন্দ্র, জিতেন্দ্রসহ তৎকালীন বহু কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলীর জন্যও তিনি বিশেষভাবে খ্যাত ছিলেন, এবং প্রায়ই বলিউডের আইকন হেলেনের সঙ্গে তুলনা করা হতো।

‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’ এবং ‘মুঝে জিনে দো’-এর মতো জনপ্রিয় সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।

১৯৩৮ সালে জন্মগ্রহণ করা এই শিল্পী ১৯৫৭ সালে মারাঠি সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ছোটবেলা থেকেই তিনি নাচে গভীর আগ্রহী ছিলেন এবং ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরীসহ বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যকলায় পারদর্শিতা অর্জন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন