বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আপাতত বিয়ে নয়: ইধিকা পাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:১১ পিএম
ইধিকা পাল
expand
ইধিকা পাল

বর্তমান সময়ে বলিউড ও টালিউডের তারকারা প্রেমে পড়লেই বিয়ের গুঞ্জনে শিরোনামে আসেন। জনপ্রিয়তা বাড়লেই ভক্তদের আগ্রহ থাকে- কবে প্রিয় অভিনেতা-অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন। তবে এই ধারার বাইরে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। সম্প্রতি তিনি জানালেন, আপাতত বিয়ে নয়, ক্যারিয়ারই তাঁর একমাত্র অগ্রাধিকার।

‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা এই অভিনেত্রী এখন টালিউডের অন্যতম ব্যস্ত মুখ। ফলে স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলও কম নয়। অনেকেই জানতে চান, ইধিকা কি কারও সঙ্গে সম্পর্কে আছেন বা কবে বিয়ে করবেন?

সম্প্রতি Incoda TV নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে ইধিকাকে প্রশ্ন করা হয়, বিয়ে নিয়ে তাঁর পরিকল্পনা কী? উত্তরে তিনি হেসে বলেন, এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই অনেক বড় দায়িত্ব, আর আমি এখনো সেই মানসিক প্রস্তুতি পাইনি। এখন শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।

তিনি আরও বলেন, আগামী দশ বছর আমি নিরবচ্ছিন্নভাবে কাজ করতে চাই। চাই, এমন একজন অভিনেত্রী হতে যার পুরো বছরটাই শুটিংয়ে কেটে যাবে। ব্যক্তিগত জীবনের কথা ভাবার সময় এখনো আসেনি।

ইধিকা জানান, তাঁর লক্ষ্য এখন অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা।

উল্লেখ্য, দেবের সঙ্গে ইধিকা পালের প্রথম চলচ্চিত্রেই তিনি টালিউডে অভিষেক করেন। যদিও প্রথমে তাঁর অভিনয় করার কথা ছিল সোহমের বিপরীতে, কিন্তু কিছু জটিলতার কারণে সেই সিনেমা মুক্তি পায়নি। পরবর্তীতে দেবের সঙ্গে কাজের মাধ্যমেই তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন