

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সদ্য অনলাইনে মুক্তি পেয়েছে সিনেমা ‘থাম্মা’-এর বহুল প্রতীক্ষিত আইটেম সং ‘পয়জন বেবি’। গানের ভিডিওতে আগুন ঝরানো নাচে মাতিয়ে দিয়েছেন বলিউড ডিভা মালাইকা আরোরা। দর্শক-নেটিজনেরা যেমন প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি মজার ছলে সমালোচনাও এসেছে তার কাছের মানুষ-ছেলে আরহান খান-এর কাছ থেকে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। তারপর সরাসরি বলেছে-‘মা, তুমি এভাবে নাচতে পারো না!
তবে অভিনেত্রী হাসতে হাসতেই যোগ করেন, ও আসলে ঠাট্টা করেই বলে এসব কথা। কিন্তু ওর সমালোচনা শুনে হাসি পেয়ে গেলেও একটু অবাক হয়েছিলাম।
মালাইকার ভাষায়, আরহান ছোটবেলা থেকেই মায়ের কাজের খুঁটিনাটি নিয়ে মন্তব্য করে। ও খুব খোলামেলা মতামত দেয়, আমি কী করছি সেটা নিয়ে। এমনকি আমার ডান্স নম্বর বা রিয়েলিটি শো-সবকিছু নিয়েই ওর আলাদা মত থাকে, বলেন অভিনেত্রী।
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনার সময়ও ছেলেকে অস্বস্তিতে পড়তে হয়েছিল, সেটিও মালাইকা আগেই জানিয়েছেন। বন্ধুদের নানা মন্তব্য শুনেও ছেলের সমর্থন তিনি সবসময়ই পেয়েছেন।
মজার বিষয় হলো, মা-ছেলে দুজনেই নাচের প্রতি ভীষণ আগ্রহী। মালাইকা জানিয়েছেন, আমরা যখন বাড়িতে থাকি, তখন মাঝে মাঝে একসঙ্গে ‘মুন্নি বদনাম হুই’ গানে নাচি। ও দারুণ ডান্স করে-এটা আমার গর্বের জায়গা।
মন্তব্য করুন
