

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিস ইউনিভার্স ইউএই-২০২৫ এর মুকুট জিতেছেন ২৬ বছর বয়সী মারিয়াম মোহাম্মদ। তিনি সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথম নারী হিসেবে বিশ্ব মঞ্চে দেশটির পতাকা বহন করবেন। খবর খালিজ টাইমসের।
ফ্যাশন শিক্ষার্থী মারিয়াম মোহাম্মদ নারীদের কণ্ঠস্বর হওয়ার স্বপ্ন দেখেন। কঠোর নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে শত শত আবেদনকারীর মধ্যে থেকে তিনি নির্বাচিত হন সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্বের জন্য। মিস ইউনিভার্স ২০২৫ আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।
মারিয়াম বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দিয়েছে। আমি উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী ও উৎসাহী নারীদের কণ্ঠস্বর হতে চাই। মিস ইউনিভার্স কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি প্রভাবেরও।
তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ইএসএমওডি দুবাইতে ফ্যাশন ডিজাইনে অধ্যয়নরত। মারিয়াম শিক্ষা, শিল্প এবং প্রচারণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কাজ চালাচ্ছেন। তার লক্ষ্য দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।
মারিয়াম টেকসই ফ্যাশন ডিজাইন করেছেন এবং রমাদান আমান অ্যান্ড দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভের মতো দাতব্য উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্বও করেছেন।
ঐতিহ্য ও উদ্ভাবন, উভয় ক্ষেত্রেই মারিয়ামের আগ্রহ লক্ষ্যণীয়। বাজপাখির সান্নিধ্য থেকে শুরু করে উটে চড়া এবং টেকসই ফ্যাশন ডিজাইন পর্যন্ত তিনি উপভোগ করেন। বিশ্বব্যাপী সাংস্কৃতিক বিনিময়ে তার গভীর আগ্রহ রয়েছে। মারিয়াম তার জীবনধারায় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটিয়ে সংযুক্ত আরব আমিরাতের মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন।
মিস ইউনিভার্স-২০২৫ এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন মারিয়াম, যেখানে তিনি নতুন প্রজন্মের আমিরাতি নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। তিনি বিশ্ববাসীর কাছে সংযুক্ত আরব আমিরাতের ক্ষমতায়ন, স্থায়িত্ব এবং উদ্ভাবনের গল্প তুলে ধরবেন বলে আশাবাদী।
মিস ইউনিভার্স ইউএই’র পরিচালক পপি ক্যাপেলা বলেন, মারিয়াম মোহাম্মদকে বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। তিনি কেবল তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার মাধ্যমে নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য, ক্ষমতায়ন ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার দক্ষতায় নিজেকে আলাদা করেছেন।
মন্তব্য করুন
