শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আগেই দুই সন্তানের মা এই অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
বিয়ের আগেই দুই সন্তানের মা এই অভিনেত্রী
expand
বিয়ের আগেই দুই সন্তানের মা এই অভিনেত্রী

দক্ষিণ ভারতের বহু অভিনেত্রী বলিউডে এসে খ্যাতি পেয়েছেন। সেই তালিকায় হেমা মালিনী, বিজয়ান্থিমালা, জয়া প্রাদা কিংবা শ্রীদেবীর মতো তারকাদের পাশাপাশি রয়েছেন চিরসবুজ অভিনেত্রী রেখার মা পুষ্পাবল্লি। অভিনয় জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনার ঝড় ছিল বেশি।

১৯৩৬ সালে মুক্তি পাওয়া সম্পূর্ণ রামায়ণ চলচ্চিত্রে সীতার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পুষ্পাবল্লির। এর পর ধারাবাহিকভাবে একাধিক সফল সিনেমায় কাজ করে আলোচনায় আসেন তিনি।

১৯৪০ সালে প্রথমবারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তবে ছয় বছরের মধ্যেই দাম্পত্যে টানাপোড়েন শুরু হলে আলাদা হয়ে যান। এরপর তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন জনপ্রিয় অভিনেতা জেমিনি গণেশনের সঙ্গে, যিনি মিস মালিনী সিনেমার নায়ক হিসেবে পরিচিত ছিলেন।

এই সম্পর্ক থেকেই জন্ম নেন দুই কন্যা-রেখা ও তার বোন। যদিও সন্তানদের জন্ম হলেও পুষ্পাবল্লিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি জেমিনি। তবু অভিনেত্রী জীবনের শেষ দিন পর্যন্ত তাকে জীবনসঙ্গী হিসেবেই মেনে নিয়েছিলেন।

১৯৯১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুষ্পাবল্লি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন