

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ জীবিত থাকতেই তিনি বলেছিলেন, তার মৃত্যুর পর অন্তত সাত দিনের জন্য আসাম রাজ্য থমকে যাবে।
১৯ সেপ্টেম্বর তার মৃত্যুর পর সেই ভবিষ্যদ্বাণী প্রায় সত্যি হয়েছে। রাজ্যে তিন দিন সরকারি শোকপালন হয়েছে, এখনও শোক কাটেনি আসামের মানুষের মনে।
যেন নিজের মৃত্যুর আভাস আগেই পেয়েছিলেন জুবিন। তার শেষ সাক্ষাৎকারে জানান, কেন তিনি মুম্বাই ছেড়ে নিজ রাজ্য আসামে থেকে গিয়েছিলেন।
তিনি বলেছিলেন, মুম্বাইয়ের শহুরে জীবন তার কাছে একঘেয়ে লাগত। “আমি ১২ বছর মুম্বাইয়ে ছিলাম। অনেকেই জিজ্ঞেস করতেন কেন মুম্বাইয়ে থাকি না। একজন রাজার নিজের রাজত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। মুম্বাইয়ে কোনো রাজা নেই। লতা মঙ্গেশকর বা রাজেশ খান্না মারা গেলে খবর হয়, কিন্তু রাজ্য থেমে থাকে না। কিন্তু আমি যদি আসামে মারা যাই, পুরো রাজ্য সাত দিনের জন্য থমকে যাবে,” বলেছিলেন তিনি।
বড় বড় সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের ডাকও ফিরিয়ে দিয়েছিলেন জুবিন। রোহিত শেঠির একটি গানে গাওয়ার প্রস্তাবও তিনি সরাসরি নাকচ করেছিলেন। সংগীত পরিচালক প্রীতম তখন মন্তব্য করেছিলেন, “ও এমনই, সত্যিকারের রাজা।”
জুবিনের শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পরও আসামের মাটিতেই থাকার। গুয়াহাটির প্রিয় জায়গা ‘মহাবহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার’ বা তিল্লা নিয়ে তিনি বলেছিলেন, “এটা পৃথিবীর সেরা জায়গাগুলোর একটি। এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই। তিল্লাতেই যেন আমার সৎকার হয়, অথবা আমাকে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। আমি একজন সৈনিক।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    