

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের শেষকৃত্য মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামের সোনাপুরের কামারকুচিতে সম্পন্ন হয়েছে। প্রিয় এই শিল্পীকে শেষবারের মতো দেখতে লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিলেন।
আসামের শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, জুবিনের জীবন ও কাজ অনলাইনের মাধ্যমে ভক্তদের কাছে তুলে ধরা হবে। তবে শুধু স্মৃতিতেই নয়, বড় পর্দাতেও আবার দেখা যাবে তাঁকে। গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ।
গরিমা জানান, মৃত্যুর আগে জুবিন নিজের সিনেমা ‘রই রই বিনালে’ নিয়ে ব্যস্ত ছিলেন। শুটিং শেষ হলেও ডাবিং বাকি ছিল। সিঙ্গাপুর থেকে ফিরে নিজেই ডাবিং করার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু তা আর সম্ভব হয়নি।
আক্ষেপের সুরে গরিমা বলেন, “জুবিন চাইতেন সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পাক। আমরা চেষ্টা করছি সব কাজ শেষ করে ঠিক সেই তারিখেই সিনেমাটি মুক্তি দিতে।” সিনেমাটিতে গায়কের চরিত্রে নিজেকেই দেখা যাবে জুবিনকে।
তিনি আরও জানান, সিনেমাটি জুবিনের কাছে অত্যন্ত আবেগের ছিল, আর তিনি চেষ্টা করবেন জুবিনের স্বপ্ন ও শিল্পধারা এগিয়ে নিয়ে যাওয়ার।
মন্তব্য করুন

