

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডে অনুকরণ বা মিমিক্রি নতুন কিছু নয়। তবে যখন কোনো শিল্পী কেবল নকল না করে চরিত্রের ভেতরে ঢুকে পড়েন, তখন সেটি হয়ে ওঠে আলাদা মাত্রার অভিনয়। সম্প্রতি এমনই এক পারফরম্যান্স দিয়ে দর্শকের পাশাপাশি তারকা মহলেও আলোচনায় উঠে এসেছেন অভিনেতা সুনীল গ্রোভার।
নেটফ্লিক্সে প্রচারিত দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর একটি পর্বে আমির খানকে অনুকরণ করে সুনীল যে অভিনয় করেন, তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দর্শকের উচ্ছ্বাসের সঙ্গে যোগ হয় স্বয়ং আমির খানের প্রশংসা।
এক সাম্প্রতিক ভিডিও সাক্ষাৎকারে সুনীলের অভিনয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমির খান বলেন, তিনি একে মিমিক্রি হিসেবে দেখতে নারাজ। আমিরের কথায়, “ওর অভিনয় এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল আমি নিজেকেই দেখছি। আমি শুধু একটি অংশ দেখেছি, এবার পুরো পর্বটাই দেখার ইচ্ছা আছে।”
হাসির স্মৃতি তুলে ধরে আমির আরও জানান, “আমি এত জোরে হেসেছিলাম যে একসময় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এতে কোনো ব্যঙ্গ ছিল না, ছিল খাঁটি আনন্দ।”
এই পারফরম্যান্স নিয়ে অনলাইনে প্রশংসার বন্যা বইছে। কেউ লিখেছেন, “সুনীল গ্রোভার একজন প্রকৃত লিজেন্ড।” আবার কেউ মন্তব্য করেছেন, “এটা নিছক নকল নয়, চরিত্র বোঝার অসাধারণ দক্ষতা।” অনেক দর্শকের মতে, মুখভঙ্গি, কণ্ঠস্বর থেকে শুরু করে হাসি সবকিছু এতটাই নিখুঁত ছিল যে মুহূর্তের জন্য বিভ্রান্তি তৈরি হয়।
ওই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তাদের সামনেই সুনীল মঞ্চে তুলে ধরেন আমির খানের হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন, পোশাক, চোখের অভিব্যক্তি এমনকি পাপারাজ্জিদের সঙ্গে তার আচরণও। নিজের চরিত্রের নাম দেন ‘উনিশ–বিশ আমির’, যা নামেই কৌতুকের আভাস দেয়। পাশাপাশি আমিরের ব্যক্তিগত জীবনের পরিচিত কিছু বিষয়ও রসিকতার মাধ্যমে তুলে ধরা হয়।
এর আগেও অনুকরণে প্রশংসা কুড়িয়েছেন সুনীল গ্রোভার। এক সময় কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের উপস্থাপনার ভঙ্গি অনুকরণ করে দর্শক ও স্বয়ং অমিতাভের প্রশংসা পেয়েছিলেন তিনি।
২০১৪ সালে টেলিভিশনে যাত্রা শুরু করা কপিল শর্মার এই কমেডি শো দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মে নতুন রূপে ফিরে আসে। বর্তমানে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো নাম নিয়ে নেটফ্লিক্সে প্রতি শনিবার নতুন পর্ব মুক্তি পাচ্ছে।
মন্তব্য করুন

