

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা আল্লু অর্জুন ও তার স্ত্রী স্নেহা রেড্ডি সম্প্রতি হায়দ্রাবাদে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন। একটি ক্যাফেতে কফি পান করতে গেলে অনুরাগীদের অতিরিক্ত ভিড় ও উচ্ছ্বাসে বিব্রতকর অবস্থায় পড়েন তারকা দম্পতি।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিরাপত্তারক্ষীদের উপস্থিতি উপেক্ষা করেই সাধারণ মানুষ আল্লু অর্জুন ও স্নেহাকে ঘিরে ধরেন। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আল্লু নিজেই স্ত্রীকে ভিড়ের মাঝখান থেকে বের করে এনে নিরাপদে গাড়িতে তুলে দেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘পুষ্পা ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও সম্প্রতি অবসরে স্ত্রীকে সময় দিতে একটি ক্যাফেতে যান আল্লু অর্জুন। তবে সেখানে উপস্থিত অনুরাগীরা প্রিয় তারকাকে সামনে পেয়ে সংযম রাখতে পারেননি। মুহূর্তের মধ্যেই সেলফি তোলার হিড়িক পড়ে যায়।
ভিড় সামাল দিতে নিরাপত্তারক্ষীরা হিমশিম খেলে আল্লু অর্জুন নিজেই এগিয়ে এসে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের চাপে একপর্যায়ে স্নেহা রেড্ডি হেনস্তার শিকার হন। মানুষের ধাক্কাধাক্কিতে তিনি বিপাকে পড়লে আল্লু নিজেই হাত ধরে তাকে আগলে রাখেন এবং দ্রুত ভিড় কাটিয়ে ক্যাফে থেকে বেরিয়ে আসেন।
উল্লেখ্য,আল্লু অর্জুনের ক্ষেত্রে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত বছর সিনেমার প্রচারে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটেছিল, যা নিয়ে আইনি জটিলতায় পড়তে হয়েছিল তাকে। সাম্প্রতিক সময়ে নিধি আগরওয়াল ও সামান্থা রুথ প্রভুর মতো তারকারাও জনসমক্ষে গিয়ে শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হয়েছেন।
মন্তব্য করুন

