শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফুল বিক্রি করে পেট চালাতেন ধানুশ, এখন কোটি টাকার মালিক 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
অভিনেতা ধানুশ
expand
অভিনেতা ধানুশ

ছোটবেলায় ফুল বিক্রি করে খাবার টাকা জোগাড় করতে হতো ধানুশকে। প্রতিদিন ইডলি কেনার সক্ষমতা তার পরিবারের ছিল না।

সম্প্রতি সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ছোটবেলার করুণ গল্পের কথা শোনালেন তিনি। ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে চাইতেন ধানুশ।

ধানুশ বলেন, ‘ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে ইচ্ছা করত। কিন্তু কেনার পয়সা ছিল না। সেই টাকা জোগাড় করতে ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম।

তার পরে ২ ঘণ্টা ধরে আমি, বোন আর অন্য ভাই-বোনরা মিলে পাড়ার সবার বাড়ি থেকে ফুল জোগাড় করে বিক্রি করতাম। যে যত পরিমাণ ফুল জোগাড় করতে পারত, সেই অনুযায়ী লাভের ভাগ পেত।

সেই সময় ইডলি খেয়ে যে আনন্দ পেতেন, তা এখন আর পান না, বলে জানান এই অভিনেতা। সেই পুরনো স্মৃতির কথা ভেবেই ধানুশ নিজের ছবির নাম রাখলেন ‘ইডলি কড়াই’।

শৈশবে অর্থাভাব থাকলেও এখন এই অভিনেতা কোটি টাকার মালিক। এখন চাইলেই ইডলি কিনে খেতে পারেন কিন্তু সেই স্বাদ আর পান না।

অভিনেতা বললেন, ‘ওই টাকায় চার থেকে পাঁচটা ইডলি পেতাম। নিজের পরিশ্রমের টাকায় কেনা খাবারের ওই স্বাদের কোনো তুলনা হয় না। এখন রেস্তোরাঁর খাবারে সেই তৃপ্তি পাই না।

উল্লেখ্য, ধানুশের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ইডলি কড়াই’ সিনেমাতে অভিনয় করেছেন ধানুশ নিজেই, প্রযোজনাও করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন নিত্যা মেনন, অরুণ বিজয়, শালিনী পান্ডে, সত্যরাজ, আর. পার্থিবান, পি. সামুথিরকানি এবং রাজকিরণ প্রমুখ। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন