

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না, অতিদ্রুত দাবির বাস্তবায়ন করতে হবে, এমন জোরালো দাবি তুলে ধরেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত ফরিদপুর জেলা সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের কবি জসিম উদ্দিন হল রুমে জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন নন-এমপিও মাদ্রাসা ও স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে। আন্দোলনের মাঠে আমাদের পিটিয়ে প্রেসক্লাব থেকে বের করে দেয়া হয়েছে। সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকরা আশায় অপেক্ষা করলেও সেই আশা পূরণ হয়নি। প্রবীণ শিক্ষক সর্বস্ব হারিয়েও বিচার পাননি। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, ন্যায্য অধিকার দিতে হবে, দিতেই হবে।
তিনি আরও বলেন, আজ ফরিদপুরের ঐতিহাসিক সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি, অধিকার আদায়ের এই আলোর পথ থেমে থাকবে না।
সম্মেলনে যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, মো. শান্ত ইসলাম, আশরাফুজ্জামান হানিফ, মো. হাবিবুল্লাহ রাজুসহ অনেকে বক্তব্য রাখেন।
শেষে সালথা উপজেলার ইউসুফ দিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ছায়েম মোল্লাকে সভাপতি এবং সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন