শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুতে শিবিরের বিজয় নিয়ে জয়ের পোস্টে আলোচনার ঝড়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
শিবিরের ফরহাদ, সাদিক, মহিউদ্দিন ও শাহরিয়ার নাজিম জয়
expand
শিবিরের ফরহাদ, সাদিক, মহিউদ্দিন ও শাহরিয়ার নাজিম জয়

ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ শাহরিয়ার নাজিম জয় শুধু অভিনয়েই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব। নানা ইস্যুতে নিজের মত অকপটে প্রকাশ করেন তিনি।

ডাকসু নির্বাচনের ফল প্রকাশের পর তার নতুন এক ফেসবুক পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে জোর আলোচনা চলছে। অনেকে মনে করছেন, ওই পোস্টে শিবির-সমর্থিত প্রার্থীদের অপ্রত্যাশিত সাফল্যের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে জয় লিখেছেন, “কচ্ছপ আর খরগোশের গল্প সবার জানা। খরগোশ ভেবেছিল কচ্ছপ তার প্রতিদ্বন্দ্বীই নয়, তাই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে।”

যদিও পোস্টে সরাসরি ডাকসুর প্রসঙ্গ উল্লেখ করেননি, মন্তব্য বিভাগে অনেকেই ওই দিকেই ইঙ্গিত করেন। কেউ প্রশ্ন করেছেন, “এটা কি ডাকসু নির্বাচনের ফলাফলের দিকে ইঙ্গিত?” জবাবে জয় রসিকতা করে লিখেছেন, “না, নেপালের সরকার পতনের কথা বলেছি।”

এর কয়েক ঘণ্টা আগে দেওয়া অন্য এক পোস্টে তিনি লিখেছিলেন, “ছোটবেলা থেকে গণিত বুঝতে কষ্ট হতো। অঙ্ক সবসময় কঠিন লেগেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন