শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৭১-পাকিস্তানকে হারাইছি, আজকেও হারাব: চমক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক
expand
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শুধু অভিনয় ও মডেলিংয়েই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার এশিয়া কাপ ঘিরে ক্রিকেট নিয়েই উচ্ছ্বাস জানালেন এই তারকা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ দল। তার আগেই ফেসবুকে চমক লিখেছেন,৭১ এ হারাইছি, আজকেও হারাব। বাংলাদেশ বনাম পাকিস্তান।

চমকের এই পোস্টকে ঘিরে ভক্তদের মধ্যেও জমেছে উত্তেজনা। কেউ লিখেছেন, আজ ইনশাআল্লাহ বাংলাদেশই জিতবে।” আরেকজন মন্তব্য করেছেন, “বাঁচা-মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায় আছি। পাকিস্তানকে আজ হারাতেই হবে।

আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলে টাইগাররা নিশ্চিত করবে ফাইনালের আসন, অন্যদিকে পাকিস্তান জিতলে তারাই এগিয়ে যাবে ফাইনালে। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন