শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অন্তরঙ্গ দৃশ্য মোটেও সহজ নয় : জারিন খান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
বলিউড অভিনেত্রী জারিন খান
expand
বলিউড অভিনেত্রী জারিন খান

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী জারিন খান। তাঁর মতে, এই ধরনের দৃশ্যে নায়িকাদের ক্ষেত্রেই প্রশ্ন তোলা হয়, কিন্তু নায়কেরা করলে সেটাকে প্রশংসা করা হয়।

জারিন বলেন, “একই দৃশ্য যখন কোনো নায়ক করেন, তখন তাঁকে ‘কুল’ বলা হয়। কিন্তু কোনো নায়িকা করলে সঙ্গে সঙ্গেই তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, তাঁকে ‘সহজলভ্য’ বলা হয়।”

অভিনেত্রীর দাবি, দর্শকের একাংশ ধরে নেন, পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় মানেই বাস্তব জীবনেও তিনি তেমন। অথচ এটি ভ্রান্ত ধারণা। এ কারণে প্রায়ই নারী তারকাদের অযাচিত প্রশ্ন বা অনভিপ্রেত প্রস্তাবের মুখোমুখি হতে হয়।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, অন্তরঙ্গ দৃশ্য ধারণ করা কখনোই সহজ কাজ নয়। ক্যামেরার অ্যাঙ্গেল, আলো, সহ–অভিনেতার স্বাচ্ছন্দ্য—সব কিছু মিলিয়েই নিতে হয় যথেষ্ট প্রস্তুতি। জারিনের ভাষ্যে, “এমন দৃশ্যে অভিনয়ের সময় সব সময় সতর্ক থাকতে হয়, যেন তা অশালীন না হয়ে যায়।”

উল্লেখ্য, এর আগেও জারিন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ২০১৬ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রতিষ্ঠিত তারকারা অন্তরঙ্গ দৃশ্য করলে প্রশংসা পান, অথচ নতুন বা অপেক্ষাকৃত কম জনপ্রিয় নায়িকারা একই দৃশ্য করলে তাঁদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন