

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি একটি পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। ওই সাক্ষাৎকারে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন তিনি। এমনকি মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছেন বলেও মন্তব্য করেন জোভান।
তবে এসব বক্তব্য স্ক্রিপ্টেড ছিল বলে স্বীকার করে এবার প্রকাশ্যে অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা। বুধবার নিজের ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি কিছু ভুল কথা বলেছেন।
ভিডিওবার্তায় জোভান জানান, তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো মন থেকে আসেনি। বরং সেগুলো আগে থেকেই নির্ধারিত বা স্ক্রিপ্টেড ছিল। এ কারণে তিনি সবার সামনে এসে বিষয়টি পরিষ্কার করতে চান বলেও জানান অভিনেতা।
এ ঘটনায় নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হওয়ার ইঙ্গিত দেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা।
এগুলো সাজানো ছিল।’
জোভান বলেন, ‘আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল। আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি।
জোভান আরো বলেন, ‘দুঃখিত আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এরপরে মজা করে ফারহান স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’
জোভান এই কথা বলার সময় হাতে একটা চিরকুট দেখে পড়ছিলেন।
এসময় পাশে তার স্ত্রী বসেছিলেন। কথা বলার সময়য় ভুলে যাওয়ার ব্যাপার চলে আসছিল- এসময় স্ত্রীসহ জোভান হেসে ওঠেন। ধারণা করা হচ্ছে কন্টেন্ট বানানোর জন্যই এই ভিডিও করা হয়েছে।
তবে মজার ছলে হলেও এই বিষয়টিকে নেটিজেনরা ইতিবাচকভাবে নিচ্ছেন না। অবেকেই বলছেন এসব নিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করা মোটেও ঠিক নয়।
মন্তব্য করুন

