বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মামলা তুলে নতুন শুরু, স্বামীকে নিয়ে ওমরাহ পালনে যাচ্ছেন সানাই

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
মডেল-অভিনেত্রী সানাই মাহবুব
expand
মডেল-অভিনেত্রী সানাই মাহবুব

দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর মান-অভিমানের পর অবশেষে আবেগঘন এক মোড় নিল তারকা মডেল-অভিনেত্রী সানাই মাহবুবের ব্যক্তিজীবনে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বামীর বিরুদ্ধে করা যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের মামলা তুলে নেওয়ার ঘোষণা দেন তিনি। আদালতকক্ষেই স্বামীর হাত ধরে নতুন করে পথ চলার অঙ্গীকারে আবেগে ভেসে ওঠেন দু’জনই—যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

অভিযোগ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা।

আদালত প্রাঙ্গণে সানাই তার স্বামীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে নতুনভাবে সংসার সাজানোর অঙ্গীকার করেন।

তিনি বলেন, আমরা নতুন করে শুরু করতে চাই। আগের সব ভুলে জীবনে শান্তি ও ভালোবাসা ফিরিয়ে আনতে চাই।

শুধু তাই নয়, নিজেদের সম্পর্ককে আরও পবিত্র ও দৃঢ় করতে খুব শিগগিরই স্বামীকে সঙ্গে নিয়ে ওমরা হজ পালন করার ইচ্ছার কথাও জানান সানাই।

এ সময় তিনি নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। সানাই বলেন, এখন থেকে আর আমাকে অশালীনভাবে দেখা যাবে না। শালীনতার মধ্যেই আমাকে দেখতে পাবেন সবাই। তার এই সিদ্ধান্ত ভক্ত-সমালোচকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে।

তিনি আরও বলেন, আর কখনো সানাই মাহবুবকে মিডিয়াতে দেখা যাবে না।

সানাই ও তার স্বামীর এই নতুন শুরু তাদের জীবনে স্থায়ী শান্তি ও স্থিতি বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা করছেন কাছের মানুষ ও অনুরাগীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন