

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ যৌথভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে একীভূত প্যানেল ঘোষণা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) ভাষাশহীদ রফিক ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই তালিকা প্রকাশ করেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও বিশ্ববিদ্যালয় শাখার অনেক নেতাকর্মী।
কিন্তু প্যানেল ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ১৮তম ব্যাচের একটি অংশ এতে আপত্তি জানিয়ে প্রকাশ্য বিরোধিতা শুরু করে।
তারা প্যানেলটিকে ‘ভাড়াটিয়া প্যানেল’ বলে দাবি করে বিক্ষোভ কর্মসূচিও পালন করে।
ঘটনাস্থলে উপস্থিতদের বরাতে জানা যায়, প্যানেল ঘোষণার সময় ১৮ ব্যাচের প্রায় ৩০–৩৫ জনের একটি দল রাকিব ও নাছিরকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
“ভুয়া ভুয়া”, “আঠারো গর্জে ওঠো”, “অন্যায়ের বিরুদ্ধে আঠারো”—এমন নানা স্লোগান তাদের মুখে শোনা যায়। পরে তারা ক্যাম্পাসে সংক্ষিপ্ত মিছিলও করেন।
বিক্ষোভকারীদের মূল অভিযোগ, প্যানেলে ১৮ ব্যাচ থেকে কেউ থাকলে তাকে অবশ্যই ছাত্রদলের সক্রিয় সংগঠক হতে হবে।
তাদের ব্যাচ থেকে কমপক্ষে পাঁচজনকে স্থান দিতে হবে। অন্যথায়, প্যানেল ঘোষণার আগে প্রার্থীদের সাংগঠনিক পরিচয় স্পষ্ট করা প্রয়োজন।
দাবি না মানলে তারা ১৮ ব্যাচ এক্সক্লুসিভ প্যানেল ঘোষণা করবে।
মন্তব্য করুন