রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে জাবি শিক্ষিকার মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু
expand
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে এসে চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার কাজে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ১৫ মিনিটে তিনি জ্ঞান হারান। দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি বলেন, ম্যাম নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার স্বামী এম্বুলেন্স নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। ভোট গণনার সময় দরজার সামনে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “রাতের ক্লান্তি ও পোলিং এজেন্টের অনুপস্থিতির কারণে ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। সকালে প্রীতিলতা হলে গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলেও জীবন রক্ষা করা যায়নি। আমরা শোকাহত এবং তার পরিবারকে সমবেদনা জানাই।”

জান্নাতুল ফেরদৌসের আকস্মিক মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া ফেলেছে। প্রশাসন, সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন