

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাল ভোট ও নানা অনিয়মের অভিযোগে ছাত্র ইউনিয়ন একাংশ ও ছাত্র ফ্রন্টের প্যানেল ‘সংশপ্তক পর্ষদ’ ভোট বর্জন করেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্র ফ্রন্টের জিএস পদপ্রার্থী জাহিদুল হাসান ইমন এ তথ্য জানান।
ইমন অভিযোগ করেন, ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে জাল ভোটের প্রমাণ পাওয়া গেছে। ভোটকেন্দ্রে পূরণ করা ব্যালট পাওয়া গেছে। শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ হলেও কেন্দ্রে মোট ৪০০টি ব্যালট পেপার দেওয়া হয়েছে। ভোটার তালিকায় ছবি যুক্ত করা হয়নি। যে কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে। রফিক-জব্বার হলেও অনিয়মের প্রমাণ মিলেছে।
তিনি আরও বলেন, প্রতিটি হলে বিভিন্ন সংগঠনের বহিরাগতদের উপস্থিতি দেখা গেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে ‘সংশপ্তক পর্ষদ’ ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।
ইমন বলেন, আমরা জাকসুতে অংশগ্রহণকারী সব প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানাব, আসুন, সকল ভেদাভেদ ভুলে এই অনিয়মের প্রশাসন ও ছাত্রশিবিরের এই ভোট ডাকাতির চক্রান্তকে সবাই একতাবদ্ধ হয়ে প্রতিহত করি।
এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলও ভোটে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
মন্তব্য করুন