রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার

বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় ১,৫৩৪ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সদস্যরা ক্যাম্পাসে এবং আশেপাশে অবস্থান নেন যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলা করা যায়।

ক্যাম্পাসে নিয়ন্ত্রিত চলাচল নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। মীর মশররফ হোসেন হল সংলগ্ন গেট ও প্রান্তিক গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।

এছাড়া, ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসের ভাসমান দোকান, টারজান পয়েন্টের দোকান, পুরাতন পরিবহন চত্ত্বর ও নতুন কলা ভবন সংলগ্ন দোকান, প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট এবং প্রধান গেট সংলগ্ন দোকানসমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সকল আবাসিক হলের ক্যান্টিন ও প্রয়োজনীয় দোকান খোলা রাখা হয় এবং পর্যাপ্ত খাবার মজুত রাখার ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগ ব্যতীত সকল ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। এই সময় শুধুমাত্র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকারযুক্ত এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। স্টাফ বাস শুধুমাত্র প্রান্তিক গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন