মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির তালিকায় নাম নেই বেবী নাজনীন, মনির খান, কনকচাঁপার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪০ এএম
কনকচাঁপা, মনির খান, বেবী নাজনীন
expand
কনকচাঁপা, মনির খান, বেবী নাজনীন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এ বার বিনোদনজগতের কোনো পরিচিত মুখ দেখা যায়নি। দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় থাকা সংগীতশিল্পী ও অভিনেতাদের কেউই এবার তালিকায় স্থান পাননি।

দলীয় সূত্রে জানা গেছে, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা ও অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল—এই চারজনের নাম নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চললেও চূড়ান্ত তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

তাছাড়া সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান ও শিবা সানু–এর নামও আলোচনায় থাকলেও এবার তাদের কাউকেই মনোনয়নের আওতায় আনা হয়নি।

বিএনপি সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে তালিকাটি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন