শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রুপাইয়া পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করেছে: শিবির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
সাদিক কায়েম ও রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা 
expand
সাদিক কায়েম ও রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট চলাকালে টিএসসি কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় বিতরণ করা একটি ব্যালটে আগে থেকেই ‘ক্রস’ চিহ্ন দেওয়া ছিল বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

তবে শিবির সমর্থিত প্যানেল এই অভিযোগকে নির্বাচন ঘিরে পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে সাজানো ষড়যন্ত্র বলে দাবি করেছে।

রুপাইয়া শ্রেষ্ঠা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ও তাঁর এক বান্ধবী একসাথে ভোট দিতে যান। তাঁর বান্ধবীর হাতে দেওয়া ব্যালটে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ‘ক্রস’ দেওয়া ছিল।

বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পোলিং কর্মকর্তাদের জানালে, কর্মকর্তারা জানান, এটি হয়তো ভোটারের ভুলও হতে পারে।

দায়িত্বপ্রাপ্ত পোলিং কর্মকর্তা রুমানা পারভীন এ্যানী বলেন, ওই শিক্ষার্থী খুব দ্রুত বুথ থেকে বেরিয়ে এসে অভিযোগ করেন। পরবর্তীতে সব ব্যালট পরীক্ষা করা হলেও আর কোনো ব্যালটে এ ধরনের চিহ্ন পাওয়া যায়নি।

অভিযোগকারীকে নতুন ব্যালটও দেওয়া হয়েছে। তার ভাষায়, “সকালে সবার সামনে ব্যালট বাক্স খোলা ও সিলগালা করা হয়েছে, ফলে কোনো অনিয়ম হওয়ার সুযোগ ছিল না।”

অন্যদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম দাবি করেন, “এটি পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা। এর আগে একুশে হলে ছাত্রদলের পক্ষে একই ধরনের ব্যালট পাওয়ার অভিযোগ এসেছে, এখন টিএসসিতেও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে।”

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. নাসরিন সুলতানা জানান, অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। তাঁর ভাষায়, “যদি শিক্ষার্থী ব্যালট হাতে নিয়েই অভিযোগ করতেন, সঙ্গে সঙ্গে যাচাই করা যেত। বুথে প্রবেশের পর অভিযোগ আনা যথাযথ নয়, তবে তবুও নতুন ব্যালট দেওয়া হয়েছে। ভোটের পরিবেশ প্রশ্নবিদ্ধ করার জন্যও এমন অভিযোগ আনা হতে পারে।”

ঘটনার পর ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কেন্দ্রের ভেতরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কর্মকর্তারা তাঁকে আশ্বস্ত করেন, ফুটেজ যাচাই করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন