

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভোটগ্রহণ হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর আগের দিন সোমবার রাত ৮টা থেকে শুরু হয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
নির্ধারিত এই সময়ে শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটগুলোতে কড়া নজরদারি থাকবে। শুধুমাত্র বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
অতিরিক্তভাবে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শনের শর্তে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন এমন পরিবারের সদস্যদের জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে ঢুকতে হলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস নিতে হবে।
ঢাবির স্টিকারযুক্ত এবং অ্যাম্বুলেন্স, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
কর্তৃপক্ষ সবাইকে পরিচয়পত্র সাথে রাখার ও নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন

