

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বড় জয় অর্জন করেছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী দ্বীপ মাহবুব।
তিনি ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রাকসুর ফলাফল ঘোষণা করেন।
বিজয় প্রসঙ্গে দ্বীপ মাহবুব বলেন, জুলাই আন্দোলনের সময় আমি আমার চোখ হারিয়েছি। তারপরও শিক্ষার্থীরা আমাকে তাদের সর্বোচ্চ সমর্থন ও মূল্যায়ন দিয়েছেন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি চাই, সেই লক্ষ্য ও উদ্দেশ্য যা আমি নিজের চোখ দিয়ে রক্ষা করেছি, তা বাস্তবায়ন করতে পারি।
দ্বীপ মাহবুব আরও যোগ করেন, তিনি সব শিক্ষার্থীর কাছে কৃতজ্ঞ, যারা তাকে এই যাত্রায় পাশে থেকেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময়, ৪ আগস্ট পাবনা শহরে এক ছাত্রমিছিলে আওয়ামী লীগের নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা অপ্রত্যাশিতভাবে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ অনেকেই গুরুতর আহত হন। এই ঘটনায় দ্বীপের চোখে গুলি লাগে, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়।
দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসার পর তিনি আবারও ক্লাস ও পরীক্ষা চালিয়ে যেতে সক্ষম হন। তবে হামলার ফলে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।
মন্তব্য করুন
