রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন: থেমে নেই প্রচারণা, শিবির-ছাত্রদলের চমক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম
চাকসু নির্বাচন উপলক্ষে চলছে অবিরাম প্রচারণা
expand
চাকসু নির্বাচন উপলক্ষে চলছে অবিরাম প্রচারণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনের ছুটি থাকলেও প্রচারণা থেমে নেই। শাটল ট্রেন, আবাসিক হল, ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও শহরজুড়ে প্রার্থীদের সক্রিয় দেখা যাচ্ছে।

শুক্রবার জুমার নামাজের পর প্রার্থীদের কুশল বিনিময়সহ প্রচারণা চালাতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, বিজ্ঞান অনুষদ মসজিদ ও জিরোপয়েন্ট এলাকায় ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এদিকে শিক্ষার্থীদের মন জয়ে অবিরাম চেষ্টা করছে শিবির ও ছাত্রদলের প্যানেল। ইশতেহারে দুই প্যানেলেই দেখিয়েছে।

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “৩৫ বছর পর নির্বাচন হচ্ছে বলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।”

অন্যদিকে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী ইব্রাহিম রনি বলেন, “ছুটি হলেও অনেকে পরীক্ষা-সংক্রান্ত কারণে ক্যাম্পাসে রয়েছেন। তাদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি।”

স্বতন্ত্র প্যানেল থেকেও প্রচারণা চলছে। ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’-এর প্রার্থী মাহফুজুর রহমান জানান, “আমরা দলীয় পরিচয় নয়, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই।”

শিবির প্যানেলের ইশতেহার: নিরাপদ ক্যাম্পাসসহ পাঁচ অঙ্গীকার

শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি জানান, তাদের ইশতেহারে পাঁচটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে—

১. নিরাপদ ক্যাম্পাস ২. শতভাগ আবাসন সুবিধা ৩. যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ৪. উন্নত চিকিৎসা সেবা ৫. নতুন টিএসসি নির্মাণ

তিনি বলেন, “আমরা কোনো সংগঠনের জন্য নয়, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়েই কাজ করব।”

ছাত্রদল প্যানেলের অঙ্গীকার

ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী শাফায়াত হোসেন জানান, তাদের ইশতেহার শিক্ষার্থীদের সমস্যাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে—

শিক্ষার্থীদের জন্য হাসপাতাল, শপিংমল ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের আর্থিক সহায়তা

নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ

ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আরও বলেন, “বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X