শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাঠে ‘কোণঠাসা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের মাঝে সাজসাজ রব বিরাজ করছে। অপরদিকে ভোটের মাঠে কোণঠাসা হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, ২০২২ সালের শেষের দিকে চাঁপাইনবাবগঞ্জে দলের ক্রান্তিলগ্নে দায়িত্ব পান গোলাম জাকারিয়া ও রফিকুল ইসলাম। দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদের দূরত্ব সৃষ্টি হয়। দলীয় কর্মসূচিগুলো জেলা বিএনপি তাদের বাদ দিয়ে আলাদাভাবে পালন করত।

এছাড়া জেলা বিএনপির শীর্ষ নেতারাসহ একাধিক নেতা-কর্মী তিনটি আসনে ধানের শীষের কাণ্ডারী হতে চেয়েছিলেন। বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় তারা দলীয় কর্মসূচিও পালন করেন। তবে বিএনপির হাইকমান্ড পুরোনো নেতাদের ওপর আস্থা রাখে। এর পর থেকেই মূলত চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা কোণঠাসা হয়ে পড়েন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে আরও জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে নেমে পড়েন বিএনপির প্রার্থীরা ও তাদের অনুসারীরা। নির্বাচন সঠিকভাবে পরিচালনার জন্য নির্বাচন পরিচালনা কমিটিসহ একাধিক সহযোগী কমিটি গঠন করা হয়। কিন্তু তিনটি আসনের এসব কমিটিতে জেলা বিএনপির শীর্ষ নেতাদের রাখা হয়নি। এছাড়া তিনটি আসনের নির্বাচনী পথসভা, প্রচার-প্রচারণা ও নির্বাচনী সমাবেশসহ কোনো কর্মসূচিতেই জেলা বিএনপির নেতাদের উপস্থিতি দেখা যায়নি।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর জেলা বিএনপির নেতারা প্রত্যাশা করেছিলেন, মনোনীত প্রার্থীরা তাদের সঙ্গে বসবেন এবং পারস্পরিক দূরত্ব নিরসন হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। ফলে জেলা বিএনপির শীর্ষ নেতাদের ছাড়াই চলছে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজ। এর ফলেই মূলত কোণঠাসা হয়ে পড়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, “আমি ব্যবসার কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঢাকা-১৭ আসনে ভোট করছেন, তাই আমি সেখানেই প্রচার-প্রচারণার কাজে আছি। দীর্ঘ ১৮ বছর জুলুম-নির্যাতন সহ্য করে যেহেতু ধানের শীষের পক্ষে ছিলাম, সেহেতু শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আছি। এর বেশি কিছু বলতে চাই না।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, “আমরা আমাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ধানের শীষের পক্ষে ভোট চাইছি। আর জেলা বিএনপির শীর্ষ নেতারা প্রার্থীর সঙ্গে নেই কেন—এই প্রশ্নটা প্রার্থীকেই করলেই ভালো হবে বলে মনে করি।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, “আমরা তো যেতে চাই, কিন্তু না ডাকলে কীভাবে যাব? তবে আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি এবং সাধারণ জনগণকে ভোট দিতে বলছি। এছাড়া এই বিষয়টি দলের হাইকমান্ডকে জানিয়েছি। তবে তারা কাদের নিয়ে কমিটি (নির্বাচন পরিচালনা কমিটি) করছে, সেটি তারাই ভালো জানে। আগামীতে যদি আমাদের ডাকে, তাহলে আমরা যাব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X