শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জকসু নির্বাচন 

শিবির প্রার্থীর ওপর হামলা চেষ্টার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ওপর হামলার জন্য তেরে আসার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে
expand
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ওপর হামলার জন্য তেরে আসার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ওপর হামলার জন্য তেরে আসার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ইংরেজি বিভাগে ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি দিচ্ছিল। এটা আচরণ বিধির লঙ্ঘন বলে তাদের অবহিত করি।

তখন তারা প্রার্থীদের ওপর মারার জন্য চরাও হয়ে এগিয়ে আসেন। দর্শন বিভাগে আমাদের এজেন্টের সাথেও একই ঘটনা ঘটেছে।

আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্গিত। নির্বাচন কমিশন ছাত্রদলের পক্ষপাতী করছে। নির্বাচন সুষ্ঠুভাবে ওঠাতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।

এসময় তিনি আরো বলেন, ছাত্রদলের ভাইয়েরা প্রথম থেকে প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করে। আমাদের যে ভাইয়েরা সিলিপ দিচ্ছিলেন তাদের হেনস্থা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্থা করা হয়।

পদার্থ বিজ্ঞান বিভাগে নারী শিক্ষার্থীদের থেকে শিবিরের সিলিপ কেড়ে নেওয়া হয়েছে। ছাত্রদল তাদের প্যানেল পরিচিতি অন্যান্য বিভাগের মতো দর্শন বিভাগে দিতে থাকে। আমাদের এজেন্ট বাধা দিলে কেন্দ্রের ভেতরেই তাকে মারতে আসে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X