

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের মির্জাপুরের যমজ বোন রুবাবা জামান ও রুবাইয়া জামান আবারও সবাইকে চমকে দিয়েছেন। এ বছর এইচএসসি পরীক্ষায়ও তারা জিপিএ-৫ অর্জন করেছে।
রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে তারা এ পরীক্ষায় অংশ নেয় এবং উভয়েই সর্বোচ্চ গ্রেড পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে।
এর আগে ২০২৩ সালে তারা মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছিল।
তাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। বাবা মো. কামরুজ্জামান খোকন একজন ঠিকাদার এবং মা মাহমুদা জামান গৃহিণী। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও তারা ট্যালেন্টপুলে মেধাবৃত্তি অর্জন করেছিল।
কামরুজ্জামান খোকন বলেন, আমার যমজ মেয়েরা ছোটবেলা থেকেই মনোযোগী ও পরিশ্রমী। তাদের ধারাবাহিক সাফল্যে আমরা সবাই আনন্দিত। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।
নিজেদের অনুভূতি জানাতে গিয়ে রুবাবা ও রুবাইয়া বলেন, আমাদের এই অর্জনের পেছনে মা-বাবা, নানা-নানিসহ শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। ভবিষ্যতে আমরা বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা লক্ষ্য অর্জন করতে পারি।
মন্তব্য করুন