শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পেসার মারুফা আক্তার এইচএসসি পরীক্ষায় ফেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:১৭ পিএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পিএম
পেসার মারুফা আক্তার
expand
পেসার মারুফা আক্তার

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।

এবারের পরীক্ষায় দেশের বেশ কয়েকজন ক্রীড়াবিদ অংশ নেন, তাদের মধ্যে ছিলেন জাতীয় নারী দলের পেসার মারুফা আক্তারও।

বর্তমানে তিনি ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। সেখানেই পরীক্ষার ফল হাতে পেয়ে হতাশার খবর পেলেন তিনি—এক বিষয়ে ফেল করেছেন এই তরুণী তারকা।

বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানান, “ভূগোল বিষয়ে মারুফা অনুত্তীর্ণ হয়েছেন। আমরা ইতোমধ্যে বোর্ডের কাছে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি।”

এ বছর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে বাস্কেটবল খেলোয়াড় শাহরিয়ার সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছেন।

বাকি পাঁচজন হলেন টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X