বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শীর্ষে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:০৪ পিএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মাদরাসা বোর্ডে এবারও শীর্ষস্থানে রয়েছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা। আলিম পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানটির ১২৭২ শিক্ষার্থীর মধ্যে ১২৬০ জনই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৬৬১ জন। এর মধ্যে ছেলে ৫৩২ এবং মেয়ে ১২৯ জন। ফেল করেছেন ১২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে দেখা যায়, এবার তামীরুল মিল্লাত মাদরাসা থেকে বিজ্ঞানে ৩৯০ এবং মানবিকে ২৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। তবে এবার মাদরাসা বোর্ডেও পাসের হার কমেছে। এই বোর্ডে পাসের হার ৭৫.৬১।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার আলিমে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। যেখানে গত বছর ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। ফলে এবার শিক্ষার্থীর পাসের হার কমেছে। এ বছর সারাদেশে আলিমে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ শিক্ষার্থী। গত বছর এই সংখ্যাটা ছিল ৯ হাজার ৬১৩ জন।

সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সব শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.৮৩, ২০২৪ সালে ছিল ৭৭.৭৮ শতাংশ। ২০২৪ সালে শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ১ হাজার ৩৮৮টি।

এ বছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ২৩২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। ছাত্রের চেয়ে ৪ হাজার ৯৯১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন