মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চীনের ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হলেন শাবি ইফতেখার

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
অধ্যাপক ও শাহপরান হলের প্রভোস্ট ড. ইফতেখার আহমেদ
expand
অধ্যাপক ও শাহপরান হলের প্রভোস্ট ড. ইফতেখার আহমেদ

চীনের ঝাংঝো কলেজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ও শাহপরান হলের প্রভোস্ট ড. ইফতেখার আহমেদ।

আন্তর্জাতিকভাবে অ্যাকাডেমিক সহযোগিতা বাড়ানো এবং যৌথ গবেষণা কার্যক্রম আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ড. ইফতেখার আহমেদ।

গত ১৯ নভেম্বর কলেজ কর্তৃক আয়োজিত এক সিরেমনি প্রোগ্রাম-এ নিয়োগপত্র ও সার্টিফিকেট তুলে দেন ঝাংঝো ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. লি ডিয়ানচু। জানা যায়, ড. ইফতেখার দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতিতে বিশেষ ভ‚মিকা রেখে আসছেন।

ঝাংঝো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাঁর গবেষণা দক্ষতা, অ্যাকাডেমিক সহযোগিতা ও আন্তর্জাতিক সংযোগকে বিশেষভাবে মূল্যায়ন করে তাকে এই মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন।

ভিজিটিং প্রফেসর হিসেবে তিনি আগামী সময়ে ঝাংঝো ইউনিভার্সিটির শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা ও অ্যাকাডেমিক বিনিময় কার্যক্রমে যুক্ত থাকবেন।

এ বিষয়ে ড. ইফতেখার আহমেদ বলেন, ‘এটি আমার জন্য যেমন গর্বের, তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি বড় স্বীকৃতি।

আমি করোনাকালীন সময় থেকেই তাদের সাথে গবেষণা ও অ্যাকাডেমিক সহযোগিতার রানা কার্যক্রম অনলাইন-অফলাইনে করে আসছি।

আন্তর্জাতিক পরিমন্ডলে গবেষণাকে আরও এগিয়ে নিতে আমি চেষ্টা চালিয়ে যাব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন